নতুন সম্পর্কে হার্লে, দূরত্ব বাড়ছে ড্যামিয়ানের সঙ্গে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:১৫, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:১৯, ১৫ নভেম্বর ২০২৫
বিলি রে সাইরাস ও এলিজাবেথ হার্লে , ছবি: পিপল ডটকম
বিনোদনজগতের আলোচিত মুখ এলিজাবেথ হার্লে চলতি বছরের এপ্রিলে প্রথমবার প্রকাশ্যে আনেন কান্ট্রি গায়ক বিলি রে সাইরাসের সঙ্গে তার সম্পর্ক। এরপর থেকেই তিনি যুক্তরাষ্ট্রে, বিশেষ করে টেনেসির সাইরাসের র্যাঞ্চে, সময় কাটাচ্ছেন ক্রমবর্ধমানভাবে। আর এর জেরেই নাকি তার একমাত্র ছেলে ড্যামিয়ানের সঙ্গে তৈরি হয়েছে টানাপোড়েন।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল–এর বরাতে জানা গেছে, “মা এখন বিলি রের সঙ্গে অনেক সময় কাটাচ্ছেন। ড্যামিয়ান চায় তাকে বেশি সময় দিতে, কিন্তু হার্লে বর্তমানে পুরোপুরি ‘হানিমুন মুডে’। এ কারণে দু’জনের মাঝে কখনও কখনও মতবিরোধও তৈরি হয়েছে।”
সূত্র আরও জানায়, ড্যামিয়ান নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করে স্বাধীনভাবে চলতে শুরু করেছেন। ফলে মা-ছেলের একসঙ্গে বাইরে যাওয়া কমে গেছে। “ওরা মাঝে মাঝে একে অপরের সঙ্গে ‘হেড-টু-হেড’ পরিস্থিতিতে পৌঁছে যায়,”—বলেছেন ঘনিষ্ঠ এক সূত্র।
সম্প্রতি দ্য টাইমস অফ লন্ডন–কে দেওয়া এক সাক্ষাৎকারে বিলি রে সাইরাসকে “ফ্যাবুলাস” বলে উল্লেখ করেন হার্লে। জানান, “আমরা খুব সুখী, সত্যিই খুব সুখী।”
তবে মজা করতেও ভোলেননি। তিনি বলেন, “বিলি রে কখনো কখনো বিরক্তিকর হতে পারে। বাজার করতে গেলে সে প্রায়ই গাড়িতেই অপেক্ষা করে—কারণ সে বিরক্ত করবে!”
দু’জনের গৃহজীবন নিয়েও রসিকতা করে হার্লে বলেন, “ঠিক অন্য যেকোনো কাপলের মতোই আমরা। ওর চুল আমি কাটলাম সেদিন। আমাদের দু’জনের এত চুল যে মনে হয় বাড়ি ভর্তি ‘হেয়ারবল’!”
মা-ছেলের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ ছিল; ড্যামিয়ানকে সঙ্গে নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় হার্লেকে। ফলে নতুন প্রেমে অতিরিক্ত সময় ব্যয় করায় ড্যামিয়ানের মাঝে এক ধরনের অভাববোধ তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
