বিশ্ববাজারে স্বর্ণের নজিরবিহীন দামের পর এবার রুপার দামেও রেকর্ড বৃদ্ধি দেখা গেছে। বৈশ্বিক চাহিদা, মার্কিন সরকারের সম্ভাব্য শাটডাউনের আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকছেন। এরই ধারাবাহিকতায় বুধবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,০০০ ডলার মারে ২ লাখ টাকা ভরি অতিক্রম করেছে—যা ইতিহাসের সর্বোচ্চ।