বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

অক্টোবরের প্রথম ১২ দিনে এলো ১১৮ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:০১, ১৩ অক্টোবর ২০২৫

অক্টোবরের প্রথম ১২ দিনে এলো ১১৮ কোটি ডলার রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৮৪ লাখ ডলার।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক ব্রিফিংয়ে বলেন, `অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ৯৯ কোটি ৩০ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।‘

তিনি জানান, শুধু গত ১২ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯ কোটি ৪০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট এসেছে ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স—যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৩০ শতাংশ বেশি।

গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর আগে আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আসে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে প্রধানত হুন্ডি রোধে ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ, প্রণোদনা সুবিধা এবং বিদেশে কর্মসংস্থানের পরিধি বৃদ্ধির কারণে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে মোট প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে ডলার রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু