বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সয়াবিন লিটারে ৬ টাকা ও পাম তেলে ১৩ টাকা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪৫, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩০, ১৩ অক্টোবর ২০২৫

সয়াবিন লিটারে ৬ টাকা ও পাম তেলে ১৩ টাকা বাড়ল

দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেল এবং পাম তেলের দাম লিটারপ্রতি ৩ থেকে ১৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা.খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৪ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা,পাম তেল লিটারপ্রতি ১৫০ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকা হবে বলে জানানো হয়।

এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।
সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও পরিবহন ব্যয় বাড়ায় এ সমন্বয় করা হয়েছে।

এর আগে গত আগস্টে ভোজ্যতেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন বাণিজ্য মন্ত্রণালয় মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নতুন আলোচনার পর এই বাড়তি দাম কার্যকর করা হচ্ছে।

ভোক্তারা অভিযোগ করছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে তেলের মূল্য ক্রমাগত বেড়েই চলেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, “বিদেশ থেকে আমদানিকৃত তেলের ব্যয় ও ডলার সংকটের কারণে দাম বাড়ানো ছাড়া উপায় নেই।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু