পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০:১৯, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৪, ৮ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। টানা তিন দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে-উপরে ঘোরাফেরা করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই হিমেল বাতাসে শীতের তীব্রতা যেন আগেভাগেই এসে গেছে উত্তরাঞ্চলের এই জেলায়। দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধান শীতের অনুভূতিকে আরও প্রকট করে তুলেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
ঘন কুয়াশা না থাকলেও ভোরে হালকা কুয়াশার পরত দেখা গেছে। সকাল গড়িয়ে রোদ উঠলেও শীতের উপদ্রব কমেনি। উষ্ণতার বদলে শরীরে লেগে থাকা ঠান্ডার কামড় যেন আরও নির্দয় হয়ে উঠেছে।
এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের তাপমাত্রার সঙ্গে বিশাল ব্যবধান তৈরি করেছে। আবহাওয়াবিদরা বলছেন, এমন তাপমাত্রা-তারতম্যই শীতে মানুষের কাবু হওয়ার বড় কারণ।
শীত বাড়ায় দুর্ভোগও বাড়ছে
শীতের সঙ্গে লড়াই করতেই যেন দিন শুরু করতে হচ্ছে মানুষের। ভোরের দিকে রাস্তাঘাট ফাঁকা থাকে, কেউ কেউ ঠান্ডা থেকে রক্ষা পেতে মোড় ও বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে শরীর সেঁকেন।
তালমা এলাকার কৃষক হাসিবুল ইসলাম বলেন, “ঘন কুয়াশা না থাকলেও ঠান্ডা খুব। রোদ উঠলেই উষ্ণতা পাবো ভেবেছিলাম, কিন্তু শীত আরও বেশি লাগছে।”
শৈত্যপ্রবাহ জোরদারের আশঙ্কা
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি সামনে আরও জোরালো শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।
উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সাধারণত জানুয়ারিতে চূড়ায় ওঠে। কিন্তু এ বছর ডিসেম্বরের শুরুতেই এমন লাগাতার শীত জনজীবনকে কঠিন পরীক্ষায় ফেলছে।
