সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৯, ৭ ডিসেম্বর ২০২৫

১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাত্তর সালেই দেশের মানুষ একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে। নতুন করে তাদের দেখার কিছু নেই।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

লন্ডন থেকে দেওয়া বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী ইস্যু এবং বিএনপির অবস্থান তুলে ধরেন। 

বক্তব্যের শুরুতেই তারেক রহমান জামায়াতে ইসলামের সমালোচনা করে বলেন, স্বৈরাচার যেমন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে। সেই দলের দুইজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন—তারা সিনিয়র মানুষ, গত হয়েছেন।

খালেদা জিয়ার ওপর তারা শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণেই।

সম্প্রতি জামায়াত প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া কথিত ‘বেহেশতের টিকিট’ মন্তব্যের কড়া সমালোচনা করেন তারেক রহমান। তিনি বলেন,
‘বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা বলে যে তারা অন্যকে বেহেশতের টিকিট দিতে পারে, তারা সরাসরি শিরক করছে। সৃষ্টিকর্তা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।’

তারেক রহমান আরও বলেন, মানুষের কাছে রাজনৈতিক দল হিসেবে নিজেদের দেখানোর চেষ্টা করছে কিছু দল, অথচ মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে—কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে—সবই মানুষের স্মৃতিতে আছে।

আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আজ আইনশৃঙ্খলা, শিক্ষা, কৃষি—সব কিছু ধ্বংস করে দিয়েছে। এর ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ।

তিনি জোর দিয়ে বলেন, জনগণই দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস; তাই জনগণ যে সিদ্ধান্ত দেবে, বিএনপি তা মেনে নেবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, ‘আমি এক বছরের বেশি সময় ধরে বলে আসছি—আমাদের সামনে সময় খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। দেশের রাজনীতিকে ঘিরে বিভিন্নভাবে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে পারে দেশের জনগণ, আর জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখতে পারে বিএনপি।’

দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি দেশের উন্নয়ন করতে হয়, মানুষকে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি এই দায়িত্ব নিতে প্রস্তুত।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু