পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১:২৩, ৭ ডিসেম্বর ২০২৫
পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু। ছবি: সমাজকাল
কক্সবাজারের পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ টেকঘোনা পাড়ার মৃত শফিউল আলমের ছেলে এবং রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে আমজাদ দৈনিক মজুর হিসেবে কালা মুন্সির পুরাতন বাড়ি ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ পাশের একটি পরিত্যক্ত দেয়াল ধসে পড়ে তার ওপরে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আজাদ সমাজকালকে বলেন, “প্রতিদিনের মতো সেদিনও সে কাজে বের হয়েছিল। কিন্তু হঠাৎ দেয়াল ধসে সবকিছু শেষ হয়ে গেল।”
রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের সদস্য সচিব জুনাইদ জানান,“আমজাদ অত্যন্ত সৎ, অক্লান্ত পরিশ্রমী ও সাহসী কর্মী ছিলেন। দলের প্রতি তার নিষ্ঠা ছিল উদাহরণযোগ্য। তার মৃত্যু আমাদের জন্য গভীর শোকের।”
উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবদীন ও সদস্য সচিব ইমরুল হাসান ইমু যৌথ শোকবার্তায় বলেন,“তার মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো সংগঠনের জন্যই বেদনাদায়ক। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
