রূপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে জরিমানা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১:৪১, ৭ ডিসেম্বর ২০২৫
রূপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে জরিমানা। ছবি: সমাজকাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডস লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।
রবিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারার লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (ধারা ১৫(২)) অনুযায়ী রূপগঞ্জের আউখাবো এলাকায় অবস্থিত হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন,“নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পরিবেশ আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।”
অভিযানের সময় কারখানার বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, খোলা স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশ দূষণের ঝুঁকি তৈরির অভিযোগ ওঠে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর জানায়, আগামী দিনগুলোতে জেলার বিভিন্ন শিল্প কারখানায় আরও কঠোর নজরদারি জোরদার করা হবে।
