আবারও বিশ্বের দূষিত নগরীর শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৯, ৮ ডিসেম্বর ২০২৫
বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে আজ সোমবার সকালেও সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ডিসেম্বরের শুরু থেকেই প্রতিদিন ভয়ানক মাত্রায় বায়ুদূষণ দেখা যাচ্ছে; পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। ঢাকার একটি স্থানের বায়ুর মান তো সরাসরি ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় পৌঁছেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান ছিল ২৭১। দ্বিতীয় স্থানে থাকা মিসরের রাজধানী কায়রোর বায়ুমান ২৬০ এবং তৃতীয় স্থানে ভারতের দিল্লির স্কোর ২৪৯।
আইকিউএয়ারের তাৎক্ষণিক সূচক অনুযায়ী, বায়ুমান ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। গত ২৮ নভেম্বর ঢাকার বায়ুমান ৩০০ অতিক্রম করেছিল, যা বিপজ্জনক অবস্থার ইঙ্গিত দেয়।
বায়ুদূষণ নিয়ে বিভিন্ন সময় নানা প্রকল্প নেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান উন্নতি নেই। শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য শহরও কিছুদিন দূষণের দিক থেকে ঢাকাকে ছাড়িয়ে যাচ্ছে।
ঢাকার ৮ স্থানে বায়ুদূষণ বেশি
বায়ুর মান যদি সর্বোচ্চ হয় বা খুব খারাপ হয়, তবে তাকে দুর্যোগপূর্ণ বলা হয়। রাজধানীর একটি স্থানে আজ এমন অবস্থা আছে। সেই স্থানটি হলো গোড়ান। সেখানকার বায়ুর মান ৩৮৮। ঢাকার আর সাত স্থানেও বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। স্থানগুলো হলো দক্ষিণ পল্লবী (২৯৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৮০), বে’জ এজ ওয়াটার (২৭২), বেচারাম দেউড়ি (২৭২), কল্যাণপুর (২৭০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪৩) ও শান্তা ফোরাম (২৩৩)।
চলতি মাসের মাঝামাঝি থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই। আজ তা খুবই অস্বাস্থ্যকর।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।
