আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২, ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকার পাগলায় বায়ূদূষণ। ছবি : সমাজকাল।
চলতি শুষ্ক মৌসুম শুরুর পর থেকেই ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে। অক্টোবরের মাঝামাঝি থেকে ভারতের রাজধানী দিল্লি প্রায় প্রতিদিনই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ কমানোর চেষ্টা করা হয়—যা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। একই তালিকায় পাকিস্তানের করাচি ও লাহোরও অনেক দিন দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল।
কিন্তু আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি পাল্টে যায়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার–এর সূচকে দেখা যায়, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স—AQI) ছিল ২৯৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ে। দ্বিতীয় স্থানে থাকা দিল্লির AQI ছিল ২৭৮।
আইকিউএয়ারের সূচকে বায়ুমান ২০০-এর বেশি হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। চলতি মৌসুমে ঢাকার বায়ুমান দ্রুতই এই সীমা স্পর্শ করছে—২৮ নভেম্বর ঢাকার AQI ৩০০ অতিক্রম করেছিল।
ঢাকার ৫ স্থানে বায়ুদূষণ বেশি
আজ ঢাকার পাঁচ স্থানের বায়ু বেশি দূষিত। স্থানগুলো হলো পল্লবী দক্ষিণ (৩৮৬), বে’জ এজ ওয়াটার (৩২৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৯৮), কল্যাণপুর (২৭৬) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৭৩)।
চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই। আজ তা খুব অস্বাস্থ্যকর।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকার বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শও দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটুকু সম্ভব বন্ধ রাখতে হবে।
