বাংলাদেশে উপেক্ষিত আরহাম ইসলাম এবার অস্ট্রেলিয়া দলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৪৫, ৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে স্বল্প সময়ের উপস্থিতিতেই নজর কাড়তে পেরেছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী তরুণ ফুটবলার আরহাম ইসলাম। মাত্র গত বছরই বাংলাদেশের হয়ে অ-১৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর এক বছরেরও বেশি সময় লাল-সবুজ দলের জার্সি গায়ে আর সুযোগ মেলেনি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পাওয়ার খবর—অস্ট্রেলিয়া অ-২০ দলে ডাক পেয়েছেন আরহাম।
সম্প্রতি এসবিএস কাপ উপলক্ষে অস্ট্রেলিয়া যে অ-২০ দল ঘোষণা করেছে, সেখানে পরিচিত নাম হিসেবে ধরা পড়ে আরহাম ইসলাম। ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলোয়াড়ি জীবনের উন্নতির মধ্যেই তিনি দলে জায়গা পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে জাপানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে সকারুজদের হয়ে তার আন্তর্জাতিক অভিষেকও হয়ে যেতে পারে। এই সিরিজে অস্ট্রেলিয়া ছাড়াও খেলবে জাপান ও স্পেনের অ-২০ দল। পাশাপাশি রয়েছে কয়েকটি ক্লাব ম্যাচও।
তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামলেই বাংলাদেশের হয়ে খেলার পথ কার্যত বন্ধ হয়ে যাবে আরহামের। ফিফার বিধান অনুযায়ী (আর্টিকেল ৫, অনুচ্ছেদ ৩), একজন ফুটবলার তার পুরো ক্যারিয়ারে মাত্র একবারই জাতীয়তা পরিবর্তন করতে পারেন। অর্থাৎ বাংলাদেশের হয়ে খেলার পর আরহাম যদি অস্ট্রেলিয়ার হয়ে আনুষ্ঠানিক ম্যাচ খেলেন, তাহলে লাল-সবুজ জার্সি আর পরা হবে না তার।
বাংলাদেশ ফুটবলের কাঠামোতে প্রতিভা ধরে রাখার ব্যর্থতার উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে আরহামের এই সিদ্ধান্তকে। অনেকেই মনে করছেন, ধারাবাহিকভাবে তাকে দলে জায়গা দেওয়ার উদ্যোগ থাকলে হয়তো দেশই পেত ভবিষ্যতের এক সম্ভাবনাময় ফুটবলার।
