‘রিমান্ডে নিলে হার্ট অ্যাটাক করতে পারি’: আদালতকে নাসার নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৬, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৪৫, ৮ ডিসেম্বর ২০২৫
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া একটি হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
শুনানিকালে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে নজরুল ইসলাম আদালতকে বলেন, “রিমান্ড দিলে যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারি। আমি ইংলিশে অনার্স, মাস্টার্স। আমাকে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।”
তবে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
কামাল হোসেন সবুজ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটির তদন্ত করছেন গুলশান থানার এসআই রেজাউল করিম। তিনি গত ৭ নভেম্বর নজরুলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন।
সোমবার আদালতে হাজির করা হলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
