সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫

স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ

পেট্রোবাংলা। গ্রাফিক্স : সমাজকাল

গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার  প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। মানববন্ধন শেষে স্মারকলিপি দিতে গেলে হঠাৎ করেই ৪০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় পেট্রোবাংলার মূল ফটক। এতে ক্ষোভ প্রকাশ করেন  নাগরিক সমাজের নেতারা। পরে আলোচনার মাধ্যমে স্মারকলিপি গ্রহণ করে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

ঢাকার কাওরানবাজারে পেট্রোবাংলার সামনে আজ সোমবার (৮ ডিসেম্বর) গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে এই  মানববন্ধন‌ আয়োজন করা হয়। রশিদপুর, ছাতক, সুনেত্রসহ একাধিক গ্যাসক্ষেত্র বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের, ক্যাবের আজীবন সদস্য আবুল কালাম, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু খানসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হচ্ছে—তা জনগণের স্বার্থবিরোধী, রাষ্ট্রবিরোধী এবং সম্পূর্ণ অস্বচ্ছ। তারা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ ও জাতীয় সম্পদ রক্ষায় স্বচ্ছ নীতি গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি নিতে দেরি—৪০ মিনিট বন্ধ ছিল মূল ফটক

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিতে গেলে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ, পেট্রোবাংলা কর্তৃপক্ষের নির্দেশেই কর্মচারীরা ৪০ মিনিট ধরে মূল গেট বন্ধ করে রাখেন।

এ আচরণে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে থাকা নেতারা। তারা বলেন,“রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নাগরিকদের প্রবেশে এমন বাধা কেন? স্মারকলিপি গ্রহণে ভয় কীসের?”

পরে রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন)–এর কাছে স্মারকলিপি জমা দেন। এসময় গেট বন্ধের কারণ ও দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—তা জানতে চান নেতারা।

নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, গেট বন্ধের ঘটনা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী এবং এ ধরনের কর্তৃত্ববাদী আচরণ জনগণের মধ্যে সন্দেহ আরও বাড়ায়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান