খালেদা জিয়ার চিকিৎসা দেশেই, আপাতত লন্ডন যাচ্ছেন না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৯, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২১, ৮ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসছে না। ফলে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) চিকিৎসার জন্য আপাতত লন্ডনে যাচ্ছেন না।
মঙ্গলবার সকাল আটটায় খালেদা জিয়াকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটিকে ল্যান্ডিং ও একই দিন রাত নয়টার দিকে উড্ডয়নের অনুমোদন দেওয়া হয়েছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটির ‘ভিভিআইপি’ শিডিউল অনুমোদন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে সেই অনুমতি বাতিল করেছে তারা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের রবিবার (৭ ডিসেম্বর) জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে উড্ডয়নের অনুমোদন দেওয়া হয়েছিল। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে আগের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে তারা। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি’।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সীমিতভাবে কথা বলারও চেষ্টা করছেন তিনি বলে রবিবার রাতে জানিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তাকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে বলেও মন্তব্য করেন তারা।
বোর্ডের একজন চিকিৎসক জানান, ‘আগের চেয়ে তার অবস্থা কিছুটা ভালো। আমরা চেষ্টা করছি, দেশেই চিকিৎসা দিতে। আমাদের বিশ্বাস তিনি দেশের চিকিৎসায় সেরে উঠবেন। তার অবস্থা এর চেয়েও বেশি ক্রিটিক্যাল ছিল। তখনও সেরে উঠেছিলেন। লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে’।
তিনি জানান, রবিবার সিটিস্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা করা হয়, যেগুলোর রিপোর্ট সন্তোষজনক। ফলে বিদেশে নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছে বোর্ড।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের এক ডজন চিকিৎসক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন।
সিসিইউতে খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শমিলা রহমান। পুত্রবধূ ও চিকিৎসক ডা. জোবাইদা দেশে ফিরে চিকিৎসার সমন্বয় করছেন।
