হবিগঞ্জে বিল দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৯, ৮ ডিসেম্বর ২০২৫
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। ছবি: সমাজকাল
হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের অন্তত: ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে হবিগঞ্জ থেকে সেনা সদস্যরা ও লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, স্বজনগ্রাম সংলগ্ন কাইঞ্জা বিলের জমির মালিকানা নিয়ে লাখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ আহমেদ রুপনের সঙ্গে একই গ্রামের হারিছ মিয়ার লোকজনের পূর্ব বিরোধ ছিল।
সকালে চেয়ারম্যান রুপন ও তার লোকজন বিলে মাছ ধরতে যান। এ সময় হারিছের লোকজন বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে।
লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
