ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩৩, ৮ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এই বৈঠক শুরু হয়। বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। নির্বাচন প্রস্তুতি, তফসিল ঘোষণা এবং ভোট আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে ইসি সূত্রগুলো জানান।
গত সপ্তাহে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি—এনসিপির প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। তার ধারাবাহিকতায় এবার জামায়াতের প্রতিনিধি দল ইসির সঙ্গে আলোচনায় বসলো।
এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলে।
গত রবিবার নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকার কথা জানিয়েছে।
তার আগে সোমবার সকালে আগারগাঁওয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন— “এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।”
তিনি আরও জানান, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।
