নীল জলে ভেসে থাকা ‘এই অবেলায়–২’: শিরোনামহীনের অষ্টম অ্যালবামে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৪৬, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনামহীনের দীর্ঘ প্রতীক্ষিত অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’ অবশেষে প্রকাশ পেয়েছে। ব্যান্ডটি তাদের শেষ চমক হিসেবে উন্মোচন করলো বহু প্রতীক্ষিত গানচিত্র ‘এই অবেলায়–২’, যার সাথে প্রকাশ করা হয়েছে ইংরেজি ভার্সন ‘Remember Me’। দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক জমকালো প্রিমিয়ার শো ও প্রেস কনফারেন্সে দুই ভাষার গানচিত্রই প্রকাশ করা হয়।
গানটির কথা লিখেছেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও লিডার জিয়াউর রহমান, সুর করেছেন কাজী আহমেদ শাফিন, এবং ইংরেজি ভার্সনের অনুবাদ করেছেন সারিকা রেশ রহমান। গানচিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। বিশেষ করে নীল জলের ভেতরে তার ভেসে থাকার দৃশ্যটি গানের আবেগে এনে দিয়েছে ব্যতিক্রমী নান্দনিকতা। কিছু দৃশ্যে স্থিরচিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুব-কে।
জিয়াউর রহমান বলেন,“আমরা গানের মানুষ—সৃষ্টির আনন্দই আমাদের চালিকাশক্তি। শুধুমাত্র পেশার জন্য নয়, শ্রোতাদের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই নতুন অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত।”
কাজী আহমেদ শাফিন জানান,“শিরোনামহীনের ইতিহাসে এখনই সবচেয়ে ব্যস্ত সময়। প্রচুর লাইভ পারফর্ম্যান্স ও মিউজিক্যাল এনগেজমেন্ট আমাদের আরও নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করছে।”
গিটারিস্ট সুদীপ্ত সিনহা জানান, ‘বাতিঘর’ ছিল সম্পূর্ণ আনপ্লাগড অ্যালবাম, এবং সামনে তারা আবার প্লাগড সাউন্ডে এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টে কাজ করবেন।
কানাডা সফর শেষে ব্যান্ডটি দেশে ফিরে টানা লাইভ পারফর্ম করছে। একইসঙ্গে নজরুল ইন্সটিটিউটের প্রজেক্টে ‘কাণ্ডারি হুশিয়ার’ এবং বিটিভির মৌলিক গানের প্রজেক্টে ‘এক ঝাঁক তরুণ’ গানটিও রেকর্ড করেছে তারা।
