নাইটক্লাবের ঘটনায় বিতর্ক শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩০, ৬ ডিসেম্বর ২০২৫
বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও বিতর্কের মুখে। ২০২১ সালের মাদককাণ্ডে জড়িয়ে ব্যাপক সমালোচিত হওয়ার পর বেশ কিছুদিন শান্তিই কাটাচ্ছিলেন এই তারকা-সন্তান। চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে বলিউডে নিজের নতুন যাত্রাও শুরু করেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক এক নাইটক্লাব ভিডিও আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর বেঙ্গালুরুর একটি অভিজাত নাইটক্লাবে। বন্ধুদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন আরিয়ান। তার সঙ্গে ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ।
নাইটক্লাবের অতিথিরা আরিয়ানকে দেখে উল্লাসে চেঁচামেচি শুরু করলে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে থাকা জনতার দিকে মধ্যমা প্রদর্শন করছেন। মুহূর্তেই ভিডিওটি সোশ্যালমিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শুরু হয় সমালোচনার ঝড়।
বেঙ্গালুরুর বহু বাসিন্দা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অশোকনগর থানাকে ট্যাগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। নাইটক্লাব ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোন পরিস্থিতিতে এই আচরণ—তা জানতে অনুসন্ধান চলছে।
তবে এখনও পর্যন্ত আরিয়ানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তা সত্ত্বেও সোশ্যালমিডিয়ায় সমালোচনা অব্যাহত থাকায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
