নতুন প্রেম নিয়ে আমির খান: ‘কখনো ভাবিনি জীবনে এমন কাউকে পাব’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৩১, ৭ ডিসেম্বর ২০২৫
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ৬০ বছর বয়সে এসে আবারও প্রেমে পড়েছেন—এমন কথাই জানালেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ এবং দীর্ঘ বিরতির পর অভিনেতা আবারও জীবনে নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন গৌরী স্প্র্যাট নামের এক নারীর মাঝে।
গৌরী একসময় আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করতেন। বহুদিনের পরিচয় থেকে জন্ম নেয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই এখন পরিণত হয়েছে গভীর সম্পর্কে। গত জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রেমিকা গৌরীকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন অভিনেতা।
সাক্ষাৎকারে আমির বলেন,“আমি কখনো ভাবিনি যে আমার জীবনে আবার এমন কাউকে পাব। মনে হয়েছিল, বাকি পথটা হয়তো একাই হাঁটতে হবে।”
তিনি আরও জানান, গৌরীর উপস্থিতি তার জীবনে নতুন স্থিরতা ও মানসিক শান্তি এনে দিয়েছে। বহু অভিজ্ঞতার পর এই বয়সে এসে আবার প্রেমে পড়া তার কাছে এক ধরনের বিস্ময় এবং আশীর্বাদ।
দুই ব্যর্থ দাম্পত্য—রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক—নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, জীবনে এই তিন নারীর (রিনা, কিরণ ও গৌরী) অবদান অনস্বীকার্য।
“আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে তারা আমার জীবনে এসেছে,”—বললেন বলিউড অভিনেতা।
