হাসপাতালে নচিকেতা চক্রবর্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:২৫, ৭ ডিসেম্বর ২০২৫
ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদ্যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তড়িঘড়ি করে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন স্থিতিশীল, তবে পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।
গত কয়েকদিন ধরেই নচিকেতার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। দুর্বলতা ও বুকে চাপ অনুভব করলে তার পরিবার দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। পরিস্থিতির কারণে তিনি আসানসোলে নির্ধারিত শো বাতিল করেন। ।
আজ রবিবার (৭ ডিসেম্বর) তার আরও একটি আয়োজন ছিল, সেটিও বাতিল করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন—আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে, তাই সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।
এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অসুস্থতার কারণে শো বাতিল করতে হয়েছিল নচিকেতাকে। সে সময় তার পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে, যা শীতে বেড়ে যায় এবং পরপর স্টেজ শো করার চাপ তার ওপর বিরূপ প্রভাব ফেলে। তবে এবার পরিস্থিতি ভিন্ন—এবার সমস্যা সরাসরি হৃদ্যন্ত্র-সংক্রান্ত, যা চিকিৎসকদের আরও সতর্কভাবে এগোতে বাধ্য করছে।
নচিকেতার পরিবার এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে পরিবার–ঘনিষ্ঠরা জানিয়েছেন, প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিশেষজ্ঞ কার্ডিওলজির নজরদারিতে রাখা হয়েছে শিল্পীকে। তার দ্রুত আরোগ্যের জন্য দুই বাংলার অসংখ্য ভক্ত ও শ্রোতা সোশ্যাল মিডিয়ায় দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
