সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩২, ৮ ডিসেম্বর ২০২৫

ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান টেলিভিশন টকশোতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় প্রসঙ্গে ‘অবমাননাকর মন্তব্য’ করার অভিযোগে আদালত অবমাননার নোটিস পেয়েছিলেন। সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর তিনি অব্যাহতি পেয়েছেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিঃশর্ত ক্ষমা গ্রহণ করে কারণ দর্শাও নোটিসটি নিষ্পত্তি করেন এবং তাকে সতর্ক করে দেন।

এর আগে গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নেন ফজলুর রহমান। সেখানে শেখ হাসিনার রায় প্রসঙ্গে কিছু মন্তব্য করেন বলে অভিযোগ করে প্রসিকিউশন। মন্তব্যগুলোর কিছু অংশ পেনড্রাইভে সংগ্রহ করে ২৬ নভেম্বর আদালতে উপস্থাপন করা হয়। একই দিনে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

৩০ নভেম্বর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে অ্যাকাডেমিক সনদ, বার কাউন্সিল সনদসহ হাজির হতে বলা হয়। নির্দেশ অনুযায়ী সোমবার তিনি হাজির হয়ে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান।

এর আগেও বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় পদ হারান ফজলুর রহমান। জুলাই মাসের গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করায় বিএনপি গত ২৬ আগস্ট তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব তিন মাসের জন্য স্থগিত করে।

তবে পরবর্তীতে ৩ নভেম্বর ঘোষিত বিএনপির মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ–৪ আসনে তার নাম রাখা হয়।

একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফজলুর রহমান। ২০০৭ সালের দিকে তিনি বিএনপিতে যোগ দেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকে এর আগে দুবার নির্বাচনে অংশ নিয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি