এক সিনেমার পর হৃতিক রোশনের কাছে নাকি এসেছিল ৩০ হাজার বিয়ের প্রস্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৩৫, ৮ ডিসেম্বর ২০২৫
২০০০ সালে 'কাহো না পেয়ার হ্যায়' মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি ছুঁয়ে ফেলেছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন।
প্রথম ছবি দিয়েই নতুন প্রজন্মের ঢেউ তোলা এক ক্রেজ হয়ে ওঠেন তিনি। সুদর্শন লুক, নিখুঁত নাচ আর অভিনয়ের মিশেলে তার জনপ্রিয়তা এতটাই দ্রুত বাড়ে যে মুক্তির মাত্র এক মাসের মধ্যেই তার কাছে পৌঁছে যায় প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব—এমনটাই জানালেন অভিনেতা নিজেই একটি ভারতীয় জনপ্রিয় টক শোতে।
হৃতিক বলেন, ছবিটি সুপারহিট হওয়ার পর তার বাড়ির সামনে প্রতিদিন জমত অসংখ্য তরুণীর ভিড়। অনেক ক্ষেত্রে অভিভাবকরাও সারিবদ্ধ দাঁড়িয়ে থাকতেন প্রিয় তারকার সঙ্গে এক ঝলক দেখা বা কথা বলার আশায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভক্তদের ভিড় এড়াতে বাড়ির পেছনের দরজা ব্যবহার করতেন হৃতিক। বিশেষ করে তৎকালীন প্রেমিকা সুজান খানের সঙ্গে দেখা করতে হলে তাকে এভাবেই বের হতে হতো।
শুরুর দিকের সেই জনপ্রিয়তার ঝড়ে হৃতিককে বলা হতো ভারতের ‘গ্রিক গড’। পর্দায় সুপুরুষ চেহারা আর ক্যারিশমায় তিনি হয়ে উঠেছিলেন নতুন সহস্রাব্দের তরুণ প্রজন্মের আইডল। এত উন্মাদনার মাঝেও ব্যক্তিগত জীবনে বাল্যবন্ধু সুজান খানের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন তিনি। শেষ পর্যন্ত ভক্তদের হাজারো আশা-নিরাশার মাঝে ২০০০ সালেই সঞ্জয় খানের কন্যা সুজানকে বিয়ে করেন হৃতিক। ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করার সিদ্ধান্ত নিলেও তার জনপ্রিয়তায় তাতে কোনো প্রভাবই পড়েনি; বরং সময়ের সঙ্গে আরও বাড়ে তার গ্রহণযোগ্যতা।
