বিয়ের দাবিতে ১৪ দিন ধরে কিশোরীর অবস্থান, প্রেমিক উধাও
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৪, ৮ ডিসেম্বর ২০২৫
বিয়ের দাবিতে ১৪ দিন ধরে প্রেমিক সোলায়মানের বাড়িতে অবস্থান করছেন কিশোরী প্রেমিকা। ছবি: সমাজকাল
ভোলার চরফ্যাশনে বাড়িতে কিশোরী প্রেমিকার আসার খবর পেয়ে উধাও হয়েছেন প্রেমিক সোলায়মান। বিয়ের দাবিতে ১৪ দিন ধরে সোলায়মানের বাড়িতে অবস্থান করছেন ওই কিশোরী।
সোলায়মান উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন মাঝির ছেলে। প্রেমিকা রসুলপুর ইউনিয়নের বাসিন্দা।
সোমবার (৮ ডিসেম্বর) প্রেমিক সোলায়মানের বাড়িতে গিয়ে জানা গেছে, ওই কিশোরীকে গ্রহণ করতে অনিচ্ছুক সোলায়মানের পরিবার।
ওই কিশোরী বলেন, ‘আমার পরিবার অসচ্ছল। আমি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করি এবং ভাড়া বাসায় থাকছিলাম। বেতুয়া লঞ্চঘাট থেকে ঢাকায় লঞ্চ যাত্রার সময় পরিচয় হয় সোলায়মানের সঙ্গে। ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোলায়মান আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সোলায়মান বিভিন্ন সময়ে নানা অজুহাতে আমার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়েছেন। আমি বিশ্বাস করে সব টাকা দিয়েছি। তিনি আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ২৪ নভেম্বর আমার বাড়িতে গিয়ে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর হঠাৎ উধাও হয়ে যান’।
তিনি বলেন, ‘এখন ১৪ দিন ধরে আমি তার বাড়িতে অবস্থান করছি। সোলায়মানের মা আমাকে নানা অপমানজনক কথা বলছেন এবং হত্যার হুমকিও দিচ্ছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার জীবন নষ্ট করে এখন তিনি পালিয়ে গেছেন। বিয়ে না হলে আমি আত্মহত্যা করব’।
সোলায়মানের মা জামিলা আক্তার বলেন, ‘আমার ছেলের সঙ্গে এই বিষয়ে কথা বলব। সে যদি দোষী হয়, তাহলে মেয়েটিকে আমি মেনে নেব’।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
