বাবরি মসজিদের কাজ শুরু, লাখো কণ্ঠে কোরআন পাঠের উদ্যোগ হুমায়ুন কবিরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হওয়ার পর এবার লাখো মানুষের অংশগ্রহণে কোরআন পাঠের বিশাল আয়োজনের ঘোষণা দিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধর্মীয় কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
হুমায়ুন কবির বলেন, “মুসলিমদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কোরআন পাঠের আয়োজন করবো। লাখো মানুষ একসঙ্গে কোরআন পাঠ করবেন। মুর্শিদাবাদের কোনো একটি স্থানে বড় প্যান্ডেল হবে, সেখানেই অনুষ্ঠিত হবে এই আয়োজন।”
এর আগেই গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেই অনুষ্ঠানে হুমায়ুন দাবি করেন, তার কোনো কর্মকাণ্ডই অসাংবিধানিক নয়। “হাইকোর্ট বলেছে—হুমায়ুন কবির কোনো অসাংবিধানিক কাজ করেননি”—এ মন্তব্যও করেন তিনি।
উল্লেখ্য, নতুন বাবরি মসজিদ নির্মাণে উদ্যোগ নেওয়ায় কয়েক দিন আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। দল ছাড়লেও নিজের অবস্থান থেকে সরছেন না হুমায়ুন কবির। তার বক্তব্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন, আর মুসলিম সমাজও এর বিরোধিতা করেনি।
তিনি বলেন, “দুঃখ শুধু একটাই—প্রধানমন্ত্রীর সামনে বিশাল একটি স্থাপনা ভেঙে ফেলা হলো। মামলা চলেছে, বহু সিদ্ধান্ত এসেছে—কোথাও বলা হয়নি বাবরি মসজিদ আর করা যাবে না।”
দৃঢ় কণ্ঠে তিনি আরও ঘোষণা দেন—“আমি আবার বলছি, বাবরি মসজিদ হবে। কোনো শক্তিই এটা আটকাতে পারবে না।”
