মেক্সিকোয় পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:৫০, ৮ ডিসেম্বর ২০২৫
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোআকান রাজ্যে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরের কিছু আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানা পুলিশ স্টেশনের সামনে হঠাৎই বিস্ফোরিত হয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয় তিন পুলিশ সদস্যসহ মোট পাঁচজন। আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন।
রবিবার দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর নিশ্চিত করেছে যে, প্রাথমিকভাবে তিনজন নিহতের তথ্য পাওয়া গেলেও তদন্ত অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। বিস্ফোরণের ধরন, উদ্দেশ্য এবং পেছনের নেটওয়ার্ক খতিয়ে দেখতে ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
মিচোআকান অঞ্চলটি বহুদিন ধরে সশস্ত্র অপরাধী গোষ্ঠীর সংঘাতের জন্য কুখ্যাত। সাম্প্রতিক মাসগুলোতে বোমা হামলা, সরাসরি আক্রমণ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
এর আগে চলতি বছরই মেক্সিকোর একটি বারে বন্দুক হামলায় সাতজন নিহত হন—যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছিল। কোয়াহুয়ায়ানার এই বিস্ফোরণ সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
