মাত্র দু’দিনে বাবরি মসজিদের ১১ দান বাক্সে কোটি রুপি ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:২৩, ৮ ডিসেম্বর ২০২৫
ভারতের কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের উদ্যোগে নির্মানের ঘোষণায় বাবরি মসজিদের জন্য দানের ঢল নেমেছে। বেলডাঙায় আয়োজিত জনসভায় রাখা হয়েছিল স্টিলের ১১টি বড় দানবাক্স। মাত্র দুই দিনেই বাক্সগুলো পুরোপুরি ভরে যায়। রবিবার রাতে বিশেষ যন্ত্র দিয়ে টাকা গোনার কাজ শুরু হলে প্রথম চার বাক্স ও একটি বস্তা থেকে পাওয়া যায় ৩৭ লাখ ৩৩ হাজার রুপি।
এর পাশাপাশি কিউআর কোড স্ক্যান করে অনলাইন দান এসেছে ৯৩ লাখ রুপি। আয়োজকদের দাবি, বিদেশ থেকেও দান এসেছে, এবং শেষ পর্যন্ত দানের পরিমাণ “কয়েক কোটি রুপি ছাড়িয়ে যাবে” বলে ধারণা করা হচ্ছে।
শনিবারের জনসভায় প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতি ছিল, যেখানে পরিবেশন করা হয় ‘শাহী বিরিয়ানি’। একই অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে হুমায়ুন কবির ঘোষণা করেন, তিনি বেলডাঙায় মসজিদ নির্মাণ করেই ছাড়বেন।
বাবরি মসজিদ ইস্যুতে তৃণমূল কংগ্রেস ইতোমধ্যেই হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করেছে। তিনি জানান, ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠন করবেন এবং রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেবেন।
টাকা গণনার জন্য ৩০ জন কর্মী নিয়োজিত রয়েছে এবং পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সংগৃহীত অর্থ নিরাপদে রাখতে আলাদা ঘর তৈরি, সিসিটিভি স্থাপন এবং ব্যাংকের সঙ্গে সমন্বয়ের কাজ চলছে। প্রয়োজনে আরও কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে।
হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহল বলছে—“যে পরিমাণ দান এসেছে, তা আমাদের ধারণাকেও ছাড়িয়ে গেছে।” স্থানীয় রাজনীতিতেও এই উদ্যোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্র : আজকাল
