ইউক্রেন শান্তি-প্রস্তাব এখনো দেখেননি জেলেনস্কি, ‘হতাশ’ ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫
ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্র যে সংশোধিত শান্তি-প্রস্তাব তৈরি করেছে, তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো পড়েননি। এ তথ্য জানিয়ে প্রকাশ্যে হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “জেলেনস্কি এখনও প্রস্তাবটি দেখেননি—এ কথা বলতে গিয়ে আমি কিছুটা হতাশ বোধ করছি।”
ট্রাম্প জানান, জেলেনস্কির ঘনিষ্ঠজনেরা খসড়া শান্তি পরিকল্পনাটি ইতিবাচকভাবে দেখেছেন। তবে তিনি সন্দেহ প্রকাশ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট আদৌ কি এই সমঝোতা গ্রহণে প্রস্তুত? তাঁর মতে, জেলেনস্কি কেন এত গুরুত্বপূর্ণ একটি নথি এখনো পর্যালোচনা করেননি—সেটির ব্যাখ্যা কিয়েভের পক্ষ থেকে পরিষ্কার হওয়া প্রয়োজন।
গত নভেম্বরেই যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি শান্তি-পরিকল্পনা কিয়েভের হাতে তোলে, যা ইউক্রেন ও ইউরোপের কয়েকটি অংশীদার দেশে অসন্তোষ তৈরি করে। পরে আলোচনা ও সংশোধনের পর দফার সংখ্যা কমিয়ে ২২-এ আনা হয় এবং এতে মস্কো ও কিয়েভ—উভয়ের অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।
২ ডিসেম্বর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকে এই চারটি মূল নথি বিবেচনায় গভীর আলোচনা হয়। রাশিয়ার শীর্ষ কূটনীতিক ইউরি উশাকভ জানান, শান্তি পরিকল্পনার কেন্দ্রীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে।
গত শনিবার ফ্লোরিডায় তিন দিনের মার্কিন-ইউক্রেন আলোচনাও শেষ হয়েছে। পরে উইটকফ ও কুশনার ফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন। অ্যাক্সিওস-এর তথ্য মতে, যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের সঙ্গে ভূখণ্ড সংক্রান্ত বিরোধ মেটাতে নতুন কৌশল খুঁজছে—যা ওয়াশিংটনের সংশোধিত প্রস্তাবকে আরও গুরুত্ব দিচ্ছে।
