সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

লন্ডনে স্টারমার–জেলেনস্কির শান্তি বৈঠক আজ

লন্ডনে শান্তি আলোচনায় বসছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫

লন্ডনে শান্তি আলোচনায় বসছেন

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সমাধান নির্ধারণে আজ সোমবার (৮ ডিসেম্বর) লন্ডনে মুখোমুখি বসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বহুল আলোচিত শান্তি আলোচনার এই পর্যায়কে বলা হচ্ছে “টার্নিং পয়েন্ট”—তবুও দুই গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে জট ছাড়ছে না।

মুখ্য অচলাবস্থা রয়েছে দুটি বিষয়ে—
এক. যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের সেনাবাহিনীর আকার কত হবে।
দুই. পূর্ব দনবাস অঞ্চলে রাশিয়ার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ থাকবে কি না।

বিবিসি জানিয়েছে, এই দুই বিষয়ের সমাধান না হলে শান্তি রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। মার্কিন বিশেষ দূত কিথ কেলোগ রয়টার্সকে বলেন, “এই দুই ইস্যু মিটলেই বাকি সবকিছু দ্রুত এগোবে। আমরা লক্ষের খুব কাছাকাছি।”

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আজকের বৈঠকে শান্তি আলোচনার অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীর আলোচনা হবে। তবে আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধবিরতি আনতে বহু-ধাপের একটি খসড়া পরিকল্পনায় কাজ করছে। যদিও উল্লেখযোগ্য অগ্রগতি এখনো দেখা যায়নি। সপ্তাহান্তে মার্কিন–ইউক্রেন বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় তিনি আরও আশাবাদী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে চান।

প্রথম দফার মার্কিন খসড়া পরিকল্পনায় ইউক্রেন ও ইউরোপীয় মিত্র দেশগুলো আপত্তি জানিয়েছিল, কারণ সেটি রাশিয়ার প্রতি অতিরিক্ত সুবিধাজনক ছিল বলে অভিযোগ ওঠে। পরে খসড়ায় সংশোধন আনা হয়। এরই মধ্যে ইউরোপীয় দেশগুলো সম্ভাব্য শান্তিচুক্তি পর্যবেক্ষণে একটি ইউরোপীয় নিরাপত্তাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে। তবে মস্কো সেই ধারণা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

মার্কিন খসড়ার বিতর্কিত তিনটি পয়েন্ট—ন্যাটোর ভূমিকায় সীমাবদ্ধতা,ইউক্রেন সেনাবাহিনীর আকারে বিধিনিষেধ ও দনবাসে রাশিয়ার নিয়ন্ত্রণ বজায় রাখা।

এই পয়েন্টগুলো নিয়েই কিয়েভ ও ইউরোপীয় দেশগুলোর আপত্তি এখনও তীব্র।

আজকের স্টারমার–জেলেনস্কি বৈঠক তাই ইউক্রেন যুদ্ধ শেষের কূটনৈতিক প্রচেষ্টায় বড় মোড় এনে দিতে পারে—অথবা অচলাবস্থা আরও দীর্ঘায়িত করতে পারে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা