ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটকসহ ২৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৩৭, ৭ ডিসেম্বর ২০২৫
গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড। ছবি:আরগুস ইংলিশ।
ভারতের উত্তর গোয়ার আরপোরায় জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’–এ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন। প্রায় ৫০ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন গোয়া মেডিকেল কলেজে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত প্রায় ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
দমকল ও পুলিশের প্রাথমিক ধারণা ছিল—ক্লাবের রান্নাঘরের পাশে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগে। তবে গোয়া পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) পরে জানিয়েছেন, সাইট পরিদর্শনে সব সিলিন্ডারই অক্ষত পাওয়া গেছে, তাই সিলিন্ডার বিস্ফোরণের ধারণা বাতিল করা হয়েছে।
আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভবনের ভেতরে থাকা মানুষের পালানোর সুযোগই ছিল না। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
দমকল বাহিনীর একাধিক ইউনিট টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার পর নাইটক্লাবটি সিলগালা করা হয়েছে। ক্লাবের মালিক ও ব্যবস্থাপনারকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
ডিজিপি জানিয়েছেন, তদন্তে গুরুত্ব দেওয়া হবে, ক্লাবের ফায়ার সেফটি নর্ম মানা হয়েছিল কি না, জরুরি বহির্গমন ব্যবস্থা কার্যকর ছিল কি না এবং গ্যাস ও বৈদ্যুতিক সংযোগে কোনো ত্রুটি ছিল কি না। প্রাথমিক তথ্য বলছে, ক্লাবটি আগুন প্রতিরোধ বিধি লঙ্ঘন করেছে।
ঘটনার পর গোয়া মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত এ দিনটিকে “খুব বেদনাদায়ক” বলে উল্লেখ করেন। তিনি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক জানিয়ে বলেন, “এই মর্মান্তিক ঘটনায় প্রাণহানি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেন“গোয়ার আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। নিহতদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে ২ লাখ রুপিআহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি সহায়তা দেওয়া হবে।
