রামগড়ে পাক হানাদার মুক্ত দিবস পালিত
রামগড় প্রতিনিধি
প্রকাশ: ১২:২০, ৮ ডিসেম্বর ২০২৫
রামগড়ের বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে আলোচনা সভা। ছবিঃ সমাজকাল
আজ ৮ ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস।
দীর্ঘ ৯ মাসের সংগ্রামী মুক্তিযুদ্ধের লড়াইয়ের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারদের পতনের পর ১৯৭১ সালের আজকের এই দিন বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড় প্রধান ডাকঘরের শীর্ষে লাল-সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করেন।
১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসরদের সহায়তায় রামগড় উপজেলার ক্যাম্প অগ্নিসংযোগ, লুটপাট বহু নারীকে ধর্ষণসহ হাজারো নিরীহ জনসাধারণকে নৃশংসভাবে হত্যা করে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে রামগড় হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হতে রামগড় বাজার এলাকায় পদযাত্রা শেষে বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।
উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) রেহান উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।
জানা যায়, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ১নং সেক্টরের কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য অঞ্চলের রামগড় হাই স্কুল মাঠ থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এ সেক্টরের কার্যক্রম শুরু হয়।
