২০১৯ সালের ১২ নভেম্বর। পূর্ণিমার চাঁদ, প্রবল সাইরোক্কো হাওয়া আর ঘূর্ণিঝড়ের আঘাতে ভেনিসে নেমে আসে শতাব্দীর অন্যতম ভয়াবহ বন্যা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক লাফে ১.৮৯ মিটার বেড়ে গিয়ে শহরের ৮৫ শতাংশ অঞ্চল তলিয়ে যায়। এই “আক্কুয়া গ্রান্দা” (Acqua Granda) ভেনিসবাসীর কাছে শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং সংস্কৃতি ও ইতিহাসের অস্তিত্ব সংকটের প্রতীক হয়ে ওঠে।