জাতীয় কবিতা পরিষদের ৪৭তম কবিতাপাঠে আলোচনা
‘নবযুগে’ কবি নজরুলের বেতন এখন সাড়ে ৩ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় কবিতা পরিষদের নিয়মিত কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানের ৪৭তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে। এ আয়োজনে “সাংবাদিকতায় কবি ও কবিতা” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী।
আলোচনায় তিনি বলেন, কাজী নজরুল ইসলামই প্রথম কবি যিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। দীর্ঘ ২২ বছরের সাহিত্যচর্চায় তিনি নিয়মিতভাবে বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। নজরুল তার যাত্রা শুরু করেছিলেন নবযুগ পত্রিকার মাধ্যমে এবং শেষও করেন সেই পত্রিকাতেই।
১৯২২ সালের ১৩ আগস্ট তিনি নবযুগ-এ ভারতবর্ষের স্বাধীনতার দাবিতে একটি সম্পাদকীয় প্রকাশ করেন, যার কারণে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে মামলা করে এবং তিনি এক বছর কারাভোগ করেন। সর্বশেষ ১৯৪১ সালে তিনি নবযুগ-এ ৩৫০ টাকা বেতনে চাকরি নেন, যা বর্তমান সময়ে আনুমানিক সাড়ে তিন লাখ টাকার সমান। তবে চাকরির কিছুদিন পরই তিনি বাকরুদ্ধ হয়ে যান।
শাহীন চৌধুরী বলেন, পঞ্চপাণ্ডবদের মধ্যে অমিয় চক্রবর্তী ছিলেন সাংবাদিকতায় যুক্ত। পরবর্তী সময়ে ৬০–এর দশকে শামসুর রাহমান ও আল মাহমুদ সাংবাদিকতায় আসেন। শক্তি চট্টোপাধ্যায়ের কলাম ছাপা হলে পত্রিকার সার্কুলেশন এক লাখ বেড়ে যেত বলে উল্লেখ করেন তিনি।
৭০–এর দশকে হেলাল হাফিজ, কামার ফরিদসহ বহু কবি সাংবাদিকতায় যুক্ত হন। এখনও অনেক কবি এ পেশায় কাজ করছেন। তবে বর্তমান প্রজন্মের কবিদের সেই আলোতে জ্বলে উঠতে দেখা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
কবি এবিএম সোহেল রশীদ বলেন, প্রতিটি সত্য উচ্চারণই কবিতা। সাংবাদিকরা যখন সত্য উচ্চারণ করেন, তখন কবিতা তাদের ছায়ার মতো অনুসরণ করে।
কবি মোহন রায়হান বলেন, অতীতে যারা সাংবাদিকতায় সফল হয়েছেন, তারা সবাই সফল কবি ছিলেন। পত্রিকা মালিকরা জানতেন, কবিরা শুদ্ধ বাংলায় লিখতে পারে বলে পত্রিকার মান ও কাটতি বাড়বে। তবে বর্তমান সময়ে অনেক মিডিয়া মাফিয়া কবিদের ব্যবহার করছে ঢাল হিসেবে। এর ফলে অনেক কবি সাংবাদিকতা করতে গিয়ে তাদের বিবেক বিসর্জন দিয়েছেন।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন— মতিন বৈরাগী, মোহন রায়হান, এবিএম সোহেল রশীদ, গোলাম শফিক, ইউসুফ রেজা, রফিক হাসান, লিলি হক, রানা জামান, কামার ফরিদ, আরিফ মঈনউদ্দীন, মাহবুব শওকত, শাহীন চৌধুরী, ক্যামেলিয়া আহমেদ, রোকন জহুর, শরীফ খান দীপ, খান কাওসার কবির, সবুজ মনির, মনিরুজ্জামান রোহান, মো. জহরুল ইসলাম মন্জু, আফিয়া রুবি তাসকিনা ইয়াসমিনসহ অনেকে।