শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

পদ্মায় স্পিডবোট ডুবে নারী নিহত, আহত ৮

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

পদ্মায় স্পিডবোট ডুবে নারী নিহত, আহত ৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে গিয়ে দুর্গা রায় (৫৬) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ননী গোপাল হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্পিডবোটটি গোপালপুর ঘাট থেকে ছেড়ে পদ্মা নদী পার হয়ে মৈনট ঘাটের দিকে যাচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের তোড়ে স্পিডবোটটির তলা ফেটে যায় এবং এতে পানি উঠতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই স্পিডবোটটি ডুবে যায়।

দুর্ঘটনার সময় স্পিডবোটটিতে ১৮ জন যাত্রী ছিলেন। প্রায় আধাঘণ্টা ধরে তারা নদীতে ভেসে থাকেন। পরে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করে।

নিহত দুর্গা রায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামের বিমল চন্দ্র রায়ের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন—সিকমা আক্তার (২০), লক্ষণ রায় (০৩), মারিয়া আক্তার (২৫), মাসুদ আলমসহ মোট ৮ জন। তাদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত হাসপাতালে যাই এবং নৌবাহিনীকে বিষয়টি অবহিত করি।’

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মুর্তজা জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নিই।’

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, ‘স্বজনদের খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি এ ঘটনায় কারো গাফিলতি প্রমাণিত হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়রা অভিযোগ করছেন, পদ্মায় চলাচলকারী অনেক স্পিডবোটই নিয়মিত যাচাই-বাছাইয়ের বাইরে চলছে। তদারকির অভাবে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও নৌপথে নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন