আনুপাতিক প্রতিনিধিত্বসহ ৫ দফা দাবি
উখিয়ায় জামায়াতের বিক্ষোভ ও পথসভা
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ: ২০:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচনী ব্যবস্থা চালু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ ৫ দফা দাবিতে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উখিয়া স্টেশন চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
সভায় অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, “একটি দল পিআর বুঝে না, অথচ তারা আবারও ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। এরা নব্য ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।”
অন্য বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনের জন্য এ দাবির বিকল্প নেই।
বিক্ষোভ মিছিলটি উখিয়া স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় যোগ দেয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক, পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির আবুল আলা, হলদিয়া পালং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বশর, জামায়াত নেতা আবদুল করিম, রাজাপালং জামায়াত নেতা নুর মোহাম্মদ সিকদার, সেলিম উদ্দিন ও জাহেদুল ইসলাম।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচিতে জামায়াতের নেতারা জাতীয় রাজনীতিতে সংস্কার ও নতুন নির্বাচনী ব্যবস্থা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরেন।