শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ফেনীর ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফেনী সংবাদদাতা 

প্রকাশ: ১৯:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফেনীর ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার পৈত্রিক ভিটে এই ফুলগাজী ইউনিয়নে। ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে বারবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের কার্যকরী কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্যসচিব আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি হয়েছেন মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইয়াছিন মাহমুদ মজুমদার।

অন্য ইউনিয়নগুলোর নেতৃত্ব—

মুন্সিরহাট ইউনিয়ন: সভাপতি নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
দরবারপুর ইউনিয়ন: সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু।
আনন্দপুর ইউনিয়ন: সভাপতি জিয়া হায়দার নাছির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক।
আমজাদহাট ইউনিয়ন: সভাপতি মো. গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার।
জি এম হাট ইউনিয়ন: সভাপতি আবুল হাশেম ভূঁঞা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, “তৃণমূল বিএনপির কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন।”

আহ্বায়ক ফখরুল আলম স্বপনও একই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “বেগম খালেদা জিয়া ফুলগাজীর মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিনি এই আসন থেকেই আবারও নির্বাচনে অংশ নেবেন।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন