স্বর্ণময়ী তোমার জন্য
তাসকিনা ইয়াসমিন
প্রকাশ: ১৯:৩৫, ২৮ অক্টোবর ২০২৫
তাসকিনা ইয়াসমিন
তোমাকে আমি চিনতাম না মেয়ে
আমরা একই পেশায় ছিলাম
কিন্তু আমাদের কি কখনও দেখা হয়েছে?
মনে পড়ে না
তোমাকে চিনলাম মৃত্যুর খবরে
অনলাইনে তোমার ছবি আর মৃত্যুর সংবাদ দেখে
আমাদের অতি চেনা কারণ
গণমাধ্যমে কাজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছিলে তুমি
অন্য বোনদের মতো বাসায় ফিরে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে দিন পার করোনি
অভিযুক্তের বিরুদ্ধে দিয়েছ লিখিত অভিযোগ
না, অফিস এর কোনকিছুরই সুরাহা করেনি
এই ক্ষোভ থেকে তুমি বেছে নিয়েছ আত্মহননের পথ
আমি তোমাকেই পাল্টা প্রশ্ন করতে চাই
কাজটা কি ঠিক করেছ তুমি?
কাজটা কি ঠিক হয়েছে?
কাজটা কি সাংবাদিকসুলভ হয়েছে?
কাজটা কি একজন প্রতিবাদী নারীর জন্য মানানসই?
জানি, আজ তুমি এই প্রশ্নগুলোর কোন উত্তরই দিতে পারবে না
থাকলেও হয়ত দিতে না।
যে নিজেকে নিজে শেষ করে দিতে পারে সে যে ভয়ংকর অভিমানী তা আর বলতে!
তোমাকে একটা খবর দেই,
অপরাধীর কিছুই হয়নি
তার বস তার পক্ষ নিয়েছে
তোমার দুই ভাই ফেসবুকে তোমাকে নিয়ে পোস্ট দিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোন মামলা করেনি
চারজন প্রতিবাদী নারী তোমার বসকে ইমেইল করে প্রতিকার চেয়েছে
২৪৩ জন বিশিষ্ট নাগরিক প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে
সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে নারীবাদীরা তোমার উপর হওয়া নিপীড়ন, নির্যাতনের বিচার ও দোষীর শাস্তি চেয়েছে, ব্যস ঐটুকুই
ফেসবুকের দুই পক্ষ ইচ্ছেমতো দুই ভাগে ভাগ হয়ে কেউ তোমার পক্ষ নিচ্ছে তো অন্যরা তোমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নির্লজ্জভাবে দাঁড়াচ্ছে অপরাধীর পাশে
এই দেশটা এমনই,
এই দেশে অপরাধী না আহতকেই সবাই আঘাত করে বেশি
তুমি নেই তুমি হারিয়ে গেছ, কেউ তোমার অভিমান দেখে না, দু একজন করে শুধু তোমার জন্য শোক
তোমার পরিবারও আজ শোকস্তব্ধ তারা চেষ্টা করছে কাটিয়ে উঠতে শোক
তোমাকে বলি বোন
যদিও কোন আশা নেই, তবু ভাবতে চাই
তোমার মৃত্যুই হোক কোন গণমাধ্যমকর্মীর যৌন হয়রানির শিকার হয়ে মৃত্যুর সবশেষ শোকগাঁথা।
তুমিই হও শেষ ভিকটিম, তোমার নামেই, তোমাকে দিয়েই যৌন হয়রানিমুক্ত হোক দেশের গণমাধ্যম।
