অভিনয় বিদ্যালয়ে ১৭ শিশু জিম্মি, পুলিশের অভিযানে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:৩২, ৩০ অক্টোবর ২০২৫
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ জিম্মি পরিস্থিতির অবসান ঘটিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পৌনে দুইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে ১৭ শিশু ও দুই প্রাপ্তবয়স্ককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অভিযানে জিম্মিকারী রোহিত আর্য নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও জিম্মিকারীর একগুঁয়ে আচরণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিশেষ বাহিনী ভবনে প্রবেশ করে সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার পর আহত অবস্থায় জিম্মিকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের পওয়াই এলাকার ব্যস্ত মহাবীর ক্লাসিক ভবনে, যেখানে একটি বিদ্যালয়ে অভিনয়ের অডিশন চলছিল। হঠাৎ করেই রোহিত আর্য নামের ওই ব্যক্তি ভিতরে ঢুকে শিশুদের জিম্মি করে ফেলে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি নিজেকে ‘নৈতিক ও আদর্শিক দাবিদার’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, “আমি সন্ত্রাসী নই, অর্থও চাই না। আমার দাবি সাধারণ।” তবে তিনি হুমকি দেন, “একটিমাত্র ভুল পদক্ষেপই আমাকে উত্তেজিত করবে। প্রয়োজনে ভবনে আগুন লাগিয়ে দেব।”
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি এয়ারগান ও কিছু রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ের উপ-পুলিশ কমিশনার দত্তা নালাওয়াড়ে জানান, জিম্মিকারী সশস্ত্র ছিলেন কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, এখনো পর্যন্ত জানা যায়নি রোহিত আর্য আসলে কে এবং কাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। পুলিশ তার উদ্দেশ্য ও পেছনের কারণ অনুসন্ধানে কাজ করছে।
