সোনার দামে অস্থিরতা, এবার কমল ভরিতে ২,৬১৩ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৫৮, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১৮, ৩০ অক্টোবর ২০২৫
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমানো হয়েছে। নতুন এ দাম শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম হিসেবে):
২২ ক্যারেট: ২,০০,২৯৬ টাকা
২১ ক্যারেট: ১,৯০,৯৯৮ টাকা
১৮ ক্যারেট: ১,৬৩,৭১৬ টাকা
সনাতন পদ্ধতি: ১,৩৬,০১৪ টাকা
এছাড়া বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।
পূর্বের দাম (২৯ অক্টোবর নির্ধারিত):
মাত্র দুই দিন আগেই বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৮,৯০০ টাকা বাড়িয়ে ২,০২,৭০৯ টাকা নির্ধারণ করেছিল।
সেই হিসাবে দুই দিনের ব্যবধানে দাম কমল ২,৬১৩ টাকা।
দাম সমন্বয়ের রেকর্ড:
চলতি বছর এখন পর্যন্ত ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—
৪৯ বার বেড়েছে
২৩ বার কমেছে
২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
রুপার দাম অপরিবর্তিত:
রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দাম রয়েছে আগের মতোই—
২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
চলতি বছর রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে বেড়েছে ৬ বার এবং কমেছে ৩ বার।
