প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৩, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৪৪, ৩০ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত গেজেটে দেখা যায়, ১০২ নম্বরে এই নতুন প্রতীকটি যুক্ত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের নেতারা বলছেন, এই সিদ্ধান্ত তাদের সঙ্গে ‘প্রতারণা’। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন,“নির্বাচন কমিশন ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। আমরা প্রথম থেকেই ‘শাপলা’ চেয়েছি, এখন যদি ‘শাপলা কলি’ তালিকায় আসে, তাহলে কমিশনের এই সিদ্ধান্তের পেছনে কার স্বার্থ কাজ করছে তা প্রশ্নবিদ্ধ।”
তিনি আরও বলেন, “এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে আমাদের ওপর মানসিক চাপ তৈরি হয়। কিন্তু কলি যেহেতু দিয়েছে, শাপলাও দিতে কোনো বাধা নেই।”
একইসঙ্গে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন,“এনসিপি শাপলাই চাই। আমরা যখন আবেদন করেছিলাম, তখন ইসি জানিয়েছিল—তালিকায় নেই বলে ‘শাপলা’ দেওয়া সম্ভব নয়। এখন তারা কীভাবে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করল, তার ব্যাখ্যা দিতে হবে।”
ইসির গেজেট প্রকাশের পরপরই দলীয় নেতারা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কমিশন যদি স্বচ্ছতা বজায় রাখতে চায়, তাহলে এই নতুন প্রতীকের অন্তর্ভুক্তির পদ্ধতি ও কারণ স্পষ্টভাবে জানাতে হবে।
এদিকে দলটির মিডিয়া সেলের সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান,“ইসি কোন ক্রাইটেরিয়ায় ‘শাপলা কলি’কে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করেছে তা জানতে চাই। আমরা বিষয়টি ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন চারটি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এনসিপি তাদের আগের দাবি ‘শাপলা’ প্রতীকের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
