বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৪, ৩০ অক্টোবর ২০২৫

কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব 

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। এটা ব্যাখ্যার অবকাশ রাখে না।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব জানান, নতুন প্রকাশিত প্রতীক তালিকায় ‘শাপলা কলি'সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এটা কোনো দলের দাবির ভিত্তিতে নয়, কমিশনের বিবেচনাতেই প্রতীক তালিকা সংশোধন করা হয়েছে।’

আখতার আহমেদ বলেন, `একটা রাজনৈতিক দল (এনসিপি) শাপলা প্রতীক চেয়েছিল। কিন্তু শাপলা আর শাপলা কলি এক নয়— এটা স্পষ্ট বিষয়। কমিশন মনে করেছে, শাপলা কলি রাখা যেতে পারে।‘

নতুন প্রতীক যুক্ত করার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘কিছু প্রতীক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আসছিল। কমিশন মনে করেছে, কিছু সংশোধন দরকার। সে বিবেচনাতেই পরিবর্তন করা হয়েছে।’

একই অনুষ্ঠানে ইসি সচিব জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, অবকাঠামো সংস্কার, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, মেডিকেল টিম গঠন, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া তিনি জানান, ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের সময় যাতে পাবলিক পরীক্ষার সঙ্গে সংঘাত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের নবনির্মিত প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন