কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৪, ৩০ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। এটা ব্যাখ্যার অবকাশ রাখে না।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ইসি সচিব জানান, নতুন প্রকাশিত প্রতীক তালিকায় ‘শাপলা কলি'সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এটা কোনো দলের দাবির ভিত্তিতে নয়, কমিশনের বিবেচনাতেই প্রতীক তালিকা সংশোধন করা হয়েছে।’
আখতার আহমেদ বলেন, `একটা রাজনৈতিক দল (এনসিপি) শাপলা প্রতীক চেয়েছিল। কিন্তু শাপলা আর শাপলা কলি এক নয়— এটা স্পষ্ট বিষয়। কমিশন মনে করেছে, শাপলা কলি রাখা যেতে পারে।‘
নতুন প্রতীক যুক্ত করার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘কিছু প্রতীক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আসছিল। কমিশন মনে করেছে, কিছু সংশোধন দরকার। সে বিবেচনাতেই পরিবর্তন করা হয়েছে।’
একই অনুষ্ঠানে ইসি সচিব জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, অবকাঠামো সংস্কার, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, মেডিকেল টিম গঠন, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া তিনি জানান, ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের সময় যাতে পাবলিক পরীক্ষার সঙ্গে সংঘাত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের নবনির্মিত প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়।
