বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫০, ৩০ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত

দুই সপ্তাহের জন্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন স্থগিত করেছেন আপিল বিভাগ। আগামী শনিবার এই নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

২০১৩ সালে সর্বশেষ চেম্বারে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

গত ২২ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর করা রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত দুই শ্রেণিকে বাদ রেখে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছিলেন। পরে ২২ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় সেই আদেশের বিরুদ্ধে আপিল করে।

বৃহস্পতিবারের শুনানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল, আর রিটকারী মোহাম্মদ বেলালের পক্ষে ছিলেন আইনজীবী নিহাদ কবির।

নিহাদ কবির সাংবাদিকদের জানান, আপিল আদালত হাইকোর্টে দায়ের হওয়া রিট দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন এবং সেই সময় পর্যন্ত চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত রাখার আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে সাধারণত ১২ জন সাধারণ শ্রেণি, ৬ জন সহযোগী শ্রেণি এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে পরিচালক নির্বাচিত হন।
পরবর্তীতে পরিচালকদের ভোটে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত করা হয়। এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে মোট ছয়জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা ছিল।

তবে চেম্বার কর্তৃপক্ষের তদন্তে দেখা যায়, আটটি ট্রেড ও টাউন গ্রুপ অকার্যকর হয়ে পড়েছে। এ বিষয়ে চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করেন এবং পরবর্তীতে আদালতে রিট দায়ের করেন।

২২ অক্টোবরের শুনানিতে হাইকোর্ট ওই দুই শ্রেণিকে বাদ রেখে নির্বাচন পরিচালনার নির্দেশ দেন। কিন্তু এবার আপিল বিভাগ সেই নির্বাচনই দুই সপ্তাহের জন্য স্থগিত রাখলেন।

অকার্যকর গ্রুপগুলোর তালিকা: 

চারটি টাউন অ্যাসোসিয়েশন: পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী ও রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি।

চারটি ট্রেড গ্রুপ: চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্পমালিক গ্রুপ, চট্টগ্রাম টায়ার টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস গ্রুপ, চিটাগাং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার গ্রুপ এবং চিটাগাং মিল্ক ফুড ইমপোর্টার্স গ্রুপ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন
ঢাকায় ‘ডেভিল ব্রেথ’ ব্যবহার করে শিশু অপহরণ: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’
চাকরি পাচ্ছেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
ফরিদপুরে শ্যালিকাকে গণধর্ষণ ও হত্যা: দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত
উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে: অভিযোগ মান্নার
এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন প্রস্তাব ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার
নভেম্বরেই গণভোট ও সংশোধিত আরপিও চায় ইসলামী আন্দোলন
৫৬ বছর বয়সে এইচএসসি পাস করলেন খুলনার শাম্মী আক্তার
‘পিছলা মাঠে বেশি তেলমর্দন করেন আইন উপদেষ্টা’- নাসীরুদ্দীন পাটওয়ারী
হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা রাজু অবশেষে গ্রেপ্তার
জুলাই সনদের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ছে: গণসংহতি আন্দোলন