মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

বেনাপোলে আবার আগের নিয়মে আমদানি-রপ্তানি শুরু

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৩:০২, ২৮ অক্টোবর ২০২৫

বেনাপোলে আবার আগের নিয়মে আমদানি-রপ্তানি শুরু

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আবারও আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছয়টার পরও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ প্রশাসনিক কারণে সাময়িকভাবে বন্দরের কার্যক্রম সীমিত করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আগের নিয়মে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে গত সপ্তাহে পূর্ব ঘোষণা ছাড়াই কাস্টমস কমিশনারের নির্দেশে সন্ধ্যা ছয়টার পর বাণিজ্য কার্যক্রম সীমিত করা হয়। এতে সীমান্তে যানজট তৈরি হয় এবং দুই দেশের ব্যবসায়ীরা বিপাকে পড়েন। বাণিজ্য ব্যবস্থাপনা ও রাজস্ব আয় উভয়ই ব্যাহত হয়।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর বাণিজ্য কার্যক্রম সীমিত করায় আগে যেখানে প্রতিদিন ৪০০-৪৫০ ট্রাক আসা-যাওয়া করতো, সেটি কমে দাঁড়ায় ১৬০-১৮০টিতে। এতে ফল, সবজি, মাছ, ওষুধ ও শিল্পকারখানার কাঁচামালসহ দ্রুত পচনশীল পণ্য পরিবহনে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়।

বেনাপোল আমদানি-রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ‘বাণিজ্য পরিচালনার সঙ্গে যুক্ত পক্ষগুলোকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ায় ব্যবসায়ীরা অনভিপ্রেত পরিস্থিতির মুখে পড়েন। সংশ্লিষ্ট মহলের গঠনমূলক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় বাণিজ্য স্বাভাবিক হচ্ছে।’

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘সিদ্ধান্তের প্রভাবে দুই দেশের বাণিজ্যই ধীরগতিতে চলছিল। এখন আগের নিয়মে কার্যক্রম শুরু হওয়ায় সীমান্ত বাণিজ্যে গতি ফিরবে।’

বেনাপোল আমদানি-রপ্তানি ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান হবি বলেন, ‘বেনাপোল দেশের প্রধান স্থলবন্দর হওয়ায় এখানে নেওয়া যেকোনো সিদ্ধান্ত বাণিজ্য, শিল্প এবং রাজস্ব ব্যবস্থাপনায় বড় প্রভাব ফেলে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও সুন্দরভাবে সামাল দেওয়া যায়।’

বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ‘সিদ্ধান্ত প্রত্যাহারের পর বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাণিজ্য নির্বিঘ্ন রাখতে কাজ করছি।’

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী