প্রবাসীদের জন্য আয়কর রিটার্ন দাখিল সহজ হলো
নিজস্ব প্রতিবদেক
প্রকাশ: ১৫:৪৭, ২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশের প্রবাসী নাগরিকদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া এখন আরও সহজ হলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ব্যবস্থায় প্রবাসীরা এখন থেকে ই-মেইলের মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পেয়ে সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করদাতাদের সেবা সহজীকরণের অংশ হিসেবে এবার থেকে ইমেইলভিত্তিক ওটিপি যাচাইকরণ চালু করা হয়েছে। এর ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশীয় ফোন নম্বর ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী—৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সকল ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও চাইলে ইচ্ছেমতো অনলাইন পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন।
প্রবাসীরা এখন এনবিআরের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় নিম্নলিখিত তথ্য পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন—
পাসপোর্ট নম্বর,জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও পাসপোর্ট সাইজ ছবি।
এই তথ্য যাচাইয়ের পর এনবিআর সংশ্লিষ্ট করদাতাকে রেজিস্ট্রেশন লিংক ও ওটিপি পাঠাবে। এরপর ওই লিংকের মাধ্যমে সহজেই ই-রিটার্ন সিস্টেমে প্রবেশ করে রিটার্ন দাখিল করা যাবে।
ই-রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিল আপলোডের প্রয়োজন নেই। তবে করদাতাকে নিজের হেফাজতে সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ করতে হবে বলে জানিয়েছে এনবিআর।
রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদের প্রিন্ট নিতে পারবেন।
এনবিআর জানিয়েছে, নতুন এই ব্যবস্থা প্রবাসী করদাতাদের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করবে। করদাতারা ঘরে বসেই এখন নিরাপদে এবং দ্রুত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন।