মিরসরাই ইপিজেডে প্রবেশপথ নির্মাণে ব্যয় হবে ২০৯ কোটি টাকা
প্রকাশ: ১৯:১৩, ২২ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশপথ নির্মাণে ২০৯ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকার ব্যয় অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২২ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যিনি ভার্চুয়ালি অংশ নেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর বাস্তবায়নাধীন “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এই প্রবেশপথ নির্মাণ হবে। প্রকল্পটি মিরসরাই-২এ ও ২বি অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) জন্য প্যাকেজ নম্বর–৩ হিসেবে অনুমোদিত হয়েছে।
দরপত্র প্রক্রিয়ায় ৭টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং সবগুলোই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ বিবেচিত হয়। মূল্যায়ন শেষে মনিকো লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। ফলে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা ব্যয়ে প্রকল্পটির পূর্ত কাজ সম্পাদনের সিদ্ধান্ত অনুমোদন করে উপদেষ্টা কমিটি।
সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকে জানানো হয়, মিরসরাই ইপিজেডে প্রবেশপথটি নির্মাণ সম্পন্ন হলে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও শিল্পায়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি কাঁচামাল পরিবহন ও রপ্তানি কার্যক্রম সহজতর হবে।