বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৯, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৫০, ২২ অক্টোবর ২০২৫

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক পলাতক আসামির হাজিরার নির্দেশ দিয়েছে। গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এ এই আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদেশে বলা হয়, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের নাম উল্লেখ করে দুটি জাতীয় দৈনিকে—একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায়—বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তিতে তাদের নির্ধারিত তারিখে হাজির হতে বলা হবে।

আদালত একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ হিসেবে আগামী ২০ নভেম্বর নির্ধারণ করেছে।

রাষ্ট্রপক্ষ জানায়, আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেল পরিচালিত কার্যক্রমে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত কিছু মানবতাবিরোধী অপরাধের ঘটনাও মামলার অন্তর্ভুক্ত হয়েছে।

এদিন সকালে মামলাটির অভিযোগ আমলে নেওয়ার শুনানি হয়। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি শেখ হাসিনা ছাত্রদের ‘রাজাকারের নাতি-নাতনি’ বলেছেন—এমন দাবি স্টেট ডিফেন্স টিম প্রত্যাখ্যান করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি