বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

প্রথম বিভাগ ক্রিকেট লিগে ক্লাবের অর্থ বরাদ্দ ৫০% বাড়াল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৯, ২২ অক্টোবর ২০২৫

প্রথম বিভাগ ক্রিকেট লিগে ক্লাবের অর্থ বরাদ্দ ৫০% বাড়াল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: সংগৃহীত

ঢাকার ক্লাব ক্রিকেটে স্থবিরতা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর অর্থ বরাদ্দ ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবির নতুন কমিটি।

বুধবার (২২ অক্টোবর) বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর চেয়ারম্যান আদনান রহমান দীপন এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রথম বিভাগ ক্রিকেট লিগে পার্টিসিপেশন মানি আগে ছিল ৯ লাখ টাকা। এবার তা ৫০ শতাংশ বাড়িয়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা করা হচ্ছে। এর সঙ্গে জার্সি ও ব্যাগপ্যাক বাবদ আরও এক লাখ টাকা দেওয়া হবে।”

দীপন জানান, ১৭টি ক্লাবের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। কেউ লিগ না খেলার কথা বলেননি। বরং সবাই অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, “তিনটি ক্লাব— কাঠালবাগান, খেলাঘর ও আম্বার— চায় জানুয়ারিতে খেলতে, আরেকটি চায় ডিসেম্বর মাসে। বাকিরা নভেম্বরেই খেলতে রাজি। আমরা চেষ্টা করছি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই লিগ শুরু করতে।”

এর আগে গত ৬ অক্টোবরের বিসিবি নির্বাচন ঘিরে ‘সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ’ এনে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল। ফলে দীর্ঘদিন ধরে স্থবির ছিল রাজধানীর ক্লাব ক্রিকেট। নতুন উদ্যোগে আবারও প্রাণ ফিরতে যাচ্ছে ঢাকার ক্রিকেটে। 
দীপন বলেন, “আমরা প্রথম বিভাগ দিয়েই লিগ মৌসুম শুরু করব। এরপর ধীরে ধীরে দ্বিতীয় ও তৃতীয় বিভাগও চালু হবে। প্রিমিয়ার লিগ আপাতত স্থগিত, তবে সময় পেলে তা আয়োজন করা হবে।”

সিসিডিএম চেয়ারম্যান আরও জানান, আগামী মৌসুমে লিগের সময়সূচি ও কাঠামোতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। আগামী বছর থেকে অক্টোবর-জুন সময়ের মধ্যে নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী সব লিগ আয়োজন করা হবে।

এদিকে মাঠ প্রস্তুতির দিক থেকেও সিসিডিএম আশাবাদী। দীপন জানান, “প্রথম বিভাগ লিগের জন্য সাতটি মাঠ প্রস্তুত করা হয়েছে— বসুন্ধরা, বিকেএসপি ১ ও ২, কেরানিগঞ্জের তেঘড়িয়া ও মোহাম্মদপুরের সিলিকন ভ্যালি মাঠ। ২০ নভেম্বরের পর বিকেএসপি সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য হবে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করলো সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি