মায়ামিতে হচ্ছে না বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:১৯, ২২ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
লা লিগার ইতিহাসে প্রথমবার বিদেশে লিগ ম্যাচ আয়োজনের পরিকল্পনা ভেস্তে গেল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করেছে স্পেনের শীর্ষ ফুটবল লিগ কর্তৃপক্ষ।
লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচটি ঘিরে স্পেনে সৃষ্ট অনিশ্চয়তার কারণে প্রচারক সংস্থা ইভেন্টটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
❝স্পেনে সৃষ্ট পরিস্থিতির কারণে ম্যাচ আয়োজন অসম্ভব হয়ে পড়েছে❞
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরুর কথা ছিল মঙ্গলবার থেকে। কিন্তু আগেভাগেই জানানো হয় যে অগ্রিম বিক্রির সময় পেছানো হয়েছে। এরপরই আনুষ্ঠানিকভাবে পুরো পরিকল্পনাই বাতিল ঘোষণা করা হয়। এখন ম্যাচটি অনুষ্ঠিত হবে স্বাভাবিক সূচি অনুযায়ী ভিয়ারিয়ালের নিজস্ব মাঠে।
কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, “মায়ামিতে ম্যাচটি বাতিলের সিদ্ধান্তকে আমরা সম্মান করছি ও মেনে নিচ্ছি। তবে এই সিদ্ধান্তে আমরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক বাজারে লা লিগার ব্র্যান্ড বিস্তারের বড় সুযোগ হারালাম। আমাদের যুক্তরাষ্ট্রভিত্তিক সমর্থকেরা সরাসরি মাঠে বসে ম্যাচটি দেখার সুযোগ থেকেও বঞ্চিত হলেন।”
বিদেশে লিগ ম্যাচ আয়োজনের উদ্যোগের বিরোধিতা শুরু থেকেই করে আসছিল স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশন (এএফই)। গত সপ্তাহান্তে তারা প্রতিটি ম্যাচের শুরুতে খেলোয়াড়দের দিয়ে ১৫ সেকেন্ড নীরব প্রতিবাদও করায়।
লা লিগা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রসার ঘটাতে বিদেশে ম্যাচ আয়োজনের চেষ্টা করে আসছে। এবারের প্রচেষ্টা ছিল সবচেয়ে কাছাকাছি— কারণ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ব্যতিক্রম হিসেবে এই ম্যাচের অনুমোদন দিয়েছিল। সাধারণত এমন ধারণার বিরোধিতা করলেও এবার তারা ছাড় দিয়েছিল অস্ট্রেলিয়ায় ফেব্রুয়ারিতে হতে যাওয়া সিরি আ’র এসি মিলান বনাম কোমো ম্যাচের মতোই।