শেখ হাসিনার আইনজীবী
চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৭, ২২ অক্টোবর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। ছবি: সংগৃহীত
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, “পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন।”
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি তৃতীয় দিনের মতো আসামিপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
আইনজীবী আমির হোসেন বলেন, মামলার অন্যতম সাক্ষী মাহমুদুর রহমান ভিন্ন মতাবলম্বী একজন ব্যক্তি, যিনি শেখ হাসিনার রাজনৈতিক বিরোধী।
তিনি বলেন, “মাহমুদুর রহমান শেখ হাসিনাকে ভালো চোখে দেখেন না। তার ইতিহাস-বক্তৃতা, বঙ্গবন্ধু ও রক্ষীবাহিনী প্রসঙ্গ—সবই পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি থেকে বলা।”
তিনি দাবি করেন, মাহমুদুর রহমান ওই সময় দেশে ছিলেন না; বিদেশে অবস্থান করছিলেন। শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে জেল ও জরিমানার ঘটনা ঘটেছিল, ফলে ক্ষোভ থেকেই তিনি বাড়িয়ে বক্তব্য দিয়েছেন।
প্রধান আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সম্পর্কে তিনি বলেন, “নিজেকে রক্ষার জন্য তিনি অ্যাপ্রুভার হয়েছেন। কিন্তু তার জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়াটিই ছিল ত্রুটিপূর্ণ।”
আইনজীবীর যুক্তি, আদালতের উচিত সাক্ষী-বিবৃতি ও অ্যাপ্রুভারের জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে পক্ষপাতমুক্ত দৃষ্টিভঙ্গি রাখা, কারণ “ক্ষোভের বশবর্তী কেউ যা বলেন, তা নিরপেক্ষ সত্য নাও হতে পারে।”