১৫ সেনা কর্মকর্তা নির্দোষ
অপরাধী হলে পালিয়ে যেতেন: আসামিপক্ষের আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯, ২২ অক্টোবর ২০২৫

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তাকে ‘সম্পূর্ণ নির্দোষ’ বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম সারোয়ার হোসেন।
তিনি বলেন, , তারা অপরাধী হলে পালিয়ে যেতেন— যেমনটি শেখ হাসিনাসহ অনেকেই পালিয়ে গেছেন।”
বুধবার সকালে ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, “এসব কর্মকর্তা কখনও গ্রেফতার ছিলেন না। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। পালানোর পথ বেছে নেননি, কারণ তাঁরা হত্যাকাণ্ডে জড়িত নন।”
এম সারোয়ার হোসেন আরও দাবি করেন, সাবেক এক আইজিপির রাজসাক্ষ্যে গুম ও খুনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উঠে এসেছে। তার ভাষায়, “এই কর্মকর্তারা বিচারের মুখোমুখি হচ্ছেন কারণ তাঁরা ন্যায়বিচারে আস্থা রাখেন।”
সাব জেলে রাখা হবে অভিযুক্তদের
আইনজীবী জানান, অভিযুক্ত কর্মকর্তাদের সাব জেলে রাখা হবে। তিনি বলেন, “তাঁরা আত্মসমর্পণ করেছেন বিচার পাওয়ার আশায়, পালানোর জন্য নয়।”
আদালতের সিদ্ধান্তের অপেক্ষা
বর্তমান কর্মকর্তারা এখনও সক্রিয় দায়িত্বে আছেন কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নে এম সারোয়ার হোসেন বলেন, “এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।”
বিগত সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা সদস্যদের এই বিচার প্রক্রিয়া বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, মামলাটির রায় সামগ্রিক ন্যায়বিচারের ধারণাকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ করে দেবে।