বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ সবাই খালাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫০, ২২ অক্টোবর ২০২৫

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ সবাই খালাস

সাতক্ষীরার সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। ছবি: সংগৃহীত

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতক্ষীরার সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান, আর আসামিদের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম শুনানিতে অংশ নেন।

এই মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে এর আগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। পরে ২০২৩ সালে হাইকোর্টের অন্য এক বেঞ্চে আরেকটি সংশ্লিষ্ট মামলায় (হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে) হাবিবকে ১০ বছরের সাজা থেকে খালাস দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে হাসপাতালে দেখতে যান।

যশোর ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তখন বোমা বিস্ফোরণ, গুলি বর্ষণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

ওইদিনই তিনটি মামলা হয়— হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সেই মামলাগুলোর মধ্যে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সব আসামি খালাস পান।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব।”
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, “দীর্ঘ ২৩ বছর পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করল সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী, চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি