শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ সবাই খালাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫০, ২২ অক্টোবর ২০২৫

সাতক্ষীরার সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। ছবি: সংগৃহীত
২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতক্ষীরার সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান, আর আসামিদের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম শুনানিতে অংশ নেন।
এই মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে এর আগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। পরে ২০২৩ সালে হাইকোর্টের অন্য এক বেঞ্চে আরেকটি সংশ্লিষ্ট মামলায় (হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে) হাবিবকে ১০ বছরের সাজা থেকে খালাস দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে হাসপাতালে দেখতে যান।
যশোর ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তখন বোমা বিস্ফোরণ, গুলি বর্ষণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।
ওইদিনই তিনটি মামলা হয়— হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সেই মামলাগুলোর মধ্যে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সব আসামি খালাস পান।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব।”
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, “দীর্ঘ ২৩ বছর পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”